মোহাম্মদীয়া আলিম মাদ্‌রাসা

MOHAMMADIA ALIM MADRASAH

মোহাম্মদীয়া আলিম মাদ্‌রাসা

MOHAMMADIA ALIM MADRASAH

প্রতিষ্ঠানের ইতিহাস

মাদ্‌রাসার ইতিহাস ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুর, রায়ের বাজারে অবস্থিত মোহাম্মদীয়া আলিম মাদ্‌রাসা ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানের এক অনন্য সমন্বিত প্রতিষ্ঠান। ১৯৮১ সালে প্রখ্যাত আলেম, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ (রহঃ) এর হাতে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এটি প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে এগিয়ে চলেছে। মাদ্‌রাসার অগ্রযাত্রায় বিশেষ অবদান রেখেছেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আবু নছর মোঃ আশরাফ আলী সিদ্দিকী সাহেব। তাঁর কঠোর পরিশ্রম, দূরদৃষ্টি ও আন্তরিকতার ফলেই মাদ্‌রাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো আজ সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ব্যারিস্টার মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব, যিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সরকার স্বীকৃত ও এমপিও ভুক্ত এই মাদ্‌রাসায় বর্তমানে মানবিক ও বিজ্ঞান উভয় শাখায় মানসম্মত শিক্ষা প্রদান করা হচ্ছে। এখানে দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা এবং নেতৃত্বগুণ বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠার উদ্দেশ্যঃ- মোহাম্মদীয়া আলিম মাদ্‌রাসার মূল উদ্দেশ্য হলোঃ কোরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা প্রদান। আধুনিক বিজ্ঞান ও মানবিক শিক্ষার সমন্বয়ে দক্ষ ও সৎ প্রজন্ম তৈরি। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলা। সমাজে শান্তি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের প্রস্তুত করা। ভিশন ও মিশনঃ- ভিশন (ঠরংরড়হ): “দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ, সুশিক্ষিত ও আলোকিত সমাজ গঠন।” মিশন (গরংংরড়হ): ১. মানসম্মত পাঠ্যক্রম ও দক্ষ শিক্ষকবৃন্দের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষা নিশ্চিত করা। ২. কোরআন তিলাওয়াত, হিফজ, হাদিস, ফিকহসহ ইসলামী জ্ঞানের গভীর চর্চা। ৩. বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের প্রায়োগিক শিক্ষা প্রদান। ৪. শিক্ষার্থীদের আত্মনির্ভর, নৈতিক ও সমাজসেবামুখী করে গড়ে তোলা।