মোহাম্মদীয়া আলিম মাদ্‌রাসা

MOHAMMADIA ALIM MADRASAH

মোহাম্মদীয়া আলিম মাদ্‌রাসা

MOHAMMADIA ALIM MADRASAH

ত্বত্তাবধায়ক মহোদয়ের কথা

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ্‌র অশেষ রহমতে এবং মরহুম আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ (রহঃ) এর অগাধ পরিশ্রম, সুদৃষ্টি ও ত্যাগে এবং স্বপ্ন ও অক্লান্ত প্রচেষ্টায় এই মাদ্রাসার যাত্রা শুরু হয় । পরবর্তীতে আমাদের প্রয়াত সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মরহুম আবু নছর মোঃ আশরাফ আলী সিদ্দিকী সাহেব এই প্রতিষ্ঠানকে সুনিপুণ হাতে পরিচালনা করে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবং সৎ নেতৃত্বে প্রতিষ্ঠানটি বিকাশের পথে অগ্রসর হয়। আজও সেই অঙ্গীকার আমরা ধারণ করে এগিয়ে চলেছি। তাদের অবদানে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত মোহাম্মদীয়া আলিম মাদ্‌রাসা আজ দেশের শিক্ষা অঙ্গনে একটি সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাদ্‌রাসাটি ঢাকা মহানগরীর প্রানকেন্দ্র পশ্চিম ধানন্ডি রায়রে বাজার অবস্থিত । আমাদের মাদ্‌রাসা শুধু কেবল ধর্মীয় জ্ঞান অর্জনের কেন্দ্র নয়; এটি আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার এক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আমরা কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ শিক্ষা প্রদানের পাশাপাশি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও সমকালীন জ্ঞানেও শিক্ষার্থীদের সুসজ্জিত করতে নিরলস পরিশ্রম করছি। আমাদের লক্ষ্য একটি যুগোপযোগী, দ্বীনদার ও সুশিক্ষিত প্রজন্ম তৈরি করা, যারা দেশ ও জাতির সেবা করতে পারবে, সত্য ও ন্যায়ের পথে চলতে পারবে। শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম, মানবতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে আমরা সবসময় সচেষ্ট। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ এবং শুভানুধ্যায়ীকে যাদের অব্যাহত সহযোগিতা ও ভালোবাসায় এই প্রতিষ্ঠান আজ এতদূর অগ্রসর হয়েছে। আল্লাহ্‌র রহমতে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আসুন, আমরা সবাই মিলে দ্বীন ও দুনিয়ার জ্ঞানে পরিপূর্ণ আদর্শ মানুষ গড়ে তুলি। ছাত্র-ছাত্রী ভর্তি করাইয়ে আমরা প্রকৃত পক্ষে মাদ্‌রাসাকে সহযোগিতা করি।

এই ধারাকে অব্যাহত রাখতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী সকলের সম্মিলিত প্রয়াস চিরকাল অটুট থাকবে । পড়ালেখার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণকে উৎসাহিত করা হয় ৷ মনের সংকীর্ণতা ও দৈন্যতাকে দূর করে সাদা মনের অধিকারী করে গড়ে তুলতে বর্তমানের সঙ্গে আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি । বর্তমানে ডিজিটাল ও মডেল মাদ্‌রাসা গড়ার ক্ষেত্রে আমরা দৃঢ় প্রত্যয়ী ।


মোঃ গোলাম মাওলা পাটওয়ারী অধ্যক্ষ মোহাম্মদীয়া আলিম মাদ্‌রাসা।